ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিট লিমিটেড এর ডিলার এস,এম পোল্ট্রি এন্ড ফিসারিজ এর নিকট পাওনা টাকা আদায়ে প্রশাসের হস্তক্ষেপ কামনা করে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার ২৪ নভেম্বর দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিশফিট লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীরা অবস্থান কর্মসূচীতে অংশ নেন।
এ সময় ঢাকার উত্তরা অবস্থিত বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিট লিমিটেড এর হেড অফিসের হিসাব রক্ষক মোঃ মুঞ্জর রহমান তার বক্তব্যে বলেন ভালুকা উপজেলার ডিলার এস,এম পোল্ট্রি এন্ড ফিসারিজ এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম আপনের নিকট ঢাকার উত্তরা বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিশফিট লিমিটেড এক কোটি আটাইশ লক্ষ টাকা বাকিতে পোল্ট্রি ও মাছের খাদ্য নিয়ে আসে, এখন টাকা চাইতে গেলে টাকা না দিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাওনা টাকা উদ্ধারে আমরা প্রশাসের হস্তক্ষেপ কামনা করে অবস্থান কর্মসূচির পদক্ষেপ নিয়েছি ।

