আবুজর গিফারী
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে ২৮ মার্চ, বৃহস্পতিবার, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোর গ্যাং, আমিনপুর থানাধীন একটি গোরস্থান থেকে অনেকগুলো কঙ্কাল চুরি যাওয়া( এই ঘটনার নিউজ দৈনিক আজ বেলা পত্রিকা ও দেশ চ্যানেল এ প্রকাশিত হয়েছিল), ঈদে ঘর মুখে মানুষের নিরাপদে চলাচল নিশ্চিত করা, জাতীয় দিবস গুলোতে জাতীয় পতাকার যথাযথ সম্মান প্রদর্শন করা, হাটুরিয়া নাকালিয়া রাস্তা মেরামত সহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট জরুরী ভিত্তিতে সংস্কার করা, বৃষালিকা গ্রামে অতিসত্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ করা, সার্বজনীন পেনশনে সকলের অংশগ্রহণ করা, ওয়ারিশান সনদ সঠিক ও স্বচ্ছ প্রদানের উপরে গুরুত্ব আরোপ করা হয়।
এক প্রশ্নের জবাবে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানান যে, খুব শীঘ্রই গোরস্থান থেকে কঙ্কাল চুরি হয়ে যাওয়ার উপরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তিনি আরো বলেন যে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ দেওয়ার ব্যাপারে তদন্ত চলছে এবং শীঘ্রই দোষী ব্যক্তিদের কে সনাক্ত করা সম্ভব হবে |
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয়ই একমত প্রকাশ করেন যে, এলাকায় কিশোর গ্যাং নাই এটা নিশ্চিত করে বলা যাবে না, তবে এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত এর স্বার্থে জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল সুপারভাইজার। তিনি উপস্থিত সবাইকে অবগতির জন্য জানিয়েছেন যে, যাকাতের টাকা রশিদ সংগ্রহের মাধ্যমে বেড়া উপজেলা মডেল মসজিদ সংলগ্ন অফিসে জমা দেয়া যাবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সমাজসেবা কর্মকর্তা, জনাব মোঃ আব্দুল মোত্তালেব সরকার। জনাব মোতালেব সরকার সভায় উপস্থিত সবাইকে অবহিত করেন যে, বেদে সম্প্রদায়ের একটি দলকে খুব শীঘ্রই এক মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
সভায় মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেস ক্লাব সমাজসেবা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে জানান যে, হিজড়া সম্প্রদায় কে প্রশিক্ষণের মাধ্যমে রাষ্ট্রীয় জীবনের মূল স্রোতে ফিরিয়া আনা খুবই জরুরী। যদি তাদের রাষ্ট্রীয় জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে তারা চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়বে। আর এই ধরনের কর্মকাণ্ডের দ্বারা সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
সভায় আরো বক্তব্য রাখেন জনাব মোঃ রেজাউল হক বাবু, বেড়া উপজেলা চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মেজবাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান, শারমিন আক্তার ইতি, মহিলা ভাইস চেয়ারম্যান।
নিজ নিজ এলাকায় সমস্যা সম্পর্কে মতামত ব্যক্ত করেন জনাব মোঃ আব্দুল হামিদ ইউপি চেয়ারম্যান, শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান, আবু দাউদ ইউ পি চেয়ারম্যান।