আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ নভেম্বর, ২০২৪, নভেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুরশিদুল ইসলাম।
সভায় নিম্নলিখিত বিষয় নিয়ে আলোচনা হয় ;
প্রেমের টানে হাইস্কুলের মেয়েদের পলায়ন এবং পরবর্তীতে তাদের উদ্ধার,বহিরাগত সাংবাদিক কর্তৃক স্থানীয় প্রশাসনে ঝামেলা সৃষ্টি,বন বিভাগ কর্তৃক গাছ কাটার সঠিক হিসাব নথি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না জানানো প্রসঙ্গে,এলাকায় ক্ষ্যাপা শিয়ালের অবাধ বিচরণ প্রসঙ্গে,বেড়া বাজারে পৌর লাইব্রেরীর বেহাল দশা এবং তা অপসারণ প্রসঙ্গে, নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা যায় প্রসঙ্গে,শীতের রাতে ব্যাডমিন্টন কোর্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোতালেব সরকার, বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার, জনাব শফিউল আজম আলতু, ডিজিএম, বেড়া পল্লী বিদ্যুৎ, বেড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বেড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ, বেড়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুস সালাম, নগরবাড়ি নৌ পুলিশের অফিসার ইনচার্জ, আমিনপুর থানা প্রতিনিধি (ইন্সপেক্টর তদন্ত) এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ।
সভা শেষে আসন্ন ১৬ই ডিসেম্বর ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনার্থে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।