বেড়া উপজেলা প্রতিনিধি:
গত ১৯ সেপ্টেম্বর, ২০২৩, রোজ মঙ্গলবার। বাংলাদেশ রুরাল ইকোনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর উদ্যোগে পাবনা জেলার বেড়া উপজেলায় হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়ন এর অন্তর্গত হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া- নাকালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রেজওয়ান হোসেন রঞ্জু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটুরিয়া-জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর প্রধান শিক্ষক মোঃ শামীম আক্তার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক (এসআরএমএনসিএএইচ) প্রজেক্ট, ব্রেড।
উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, একাউন্টস ব্রেড। আরো উপস্থিত ছিলেন ফিল্ড অর্গানাইজার মো:বায়েজিদ বোস্তামী, তাহেরা খাতুন, আবুজর গিফারী।
উক্ত অনুষ্ঠানে মো: রেজওয়ান বলেন সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকাশ যত ঘটবে অপসংস্কৃতি ততো দূরীভূত হবে। তিনি জনসচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এর জন্য ব্রেডকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনা করেন জনাব মনিরুল ইসলাম ও বায়েজিদ বোস্তামী।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিকেল ৪ টায় শুরু হয়ে চলতে থাকে সন্ধ্যা আটটা পর্যন্ত। অনুষ্ঠানটিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত গর্ভবতী মা, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য, নাটিকার ও গানের মাধ্যমে শিল্পীগণ ফুটিয়ে তোলেন। এগুলোর মধ্যে ছিল বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহের ফলে পারিবারিক ও সামাজিক বিভিন্ন সমস্যা, গর্ভকালীন সময়ে করণীয় বিষয়ক বিভিন্ন পরামর্শমূলক প্রচারণা এবং শিশুর স্বাস্থ্য ও যত্ন নিয়ে বিভিন্ন সচেতনামূলক প্রচারণা। অনুষ্ঠানটিতে পেঁচালি গানের মাধ্যমে প্রদর্শন মন মুগ্ধকর ছিল।