পঞ্চগড় প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে পঞ্চগড়ের বোদা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের জামানত হারান।
চেয়ারম্যান পদের ৪ জন হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রীর এপিএস রাশেদ প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন এবং রাজিব কুমার বকশী।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রদত্ত মোট ভোটের ১৫ ভাগের একভাগ ভোট নির্বাচনে অংশ নেয়া প্রার্থীকে পেতে হবে তা না হলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বলে গণ্য হবে।
নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ৯২ হাজার ৯৩০টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ৪ জন চেয়ারম্যান প্রার্থীদের ১৩ হাজার ৯৩৯টি ভোট পেতে হতো। কিন্তু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রীর এপিএস রাশেদ প্রধান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৩৪টি ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৪৬টি ভোট, বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০৪টি ভোট এবং রাজিব কুমার বকশী টেলিফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১৩টি ভোট। উপজেলাটিতে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ৯২ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৯০ হাজার ৩০৪টি এবং বাতিলকৃত ভোট ২ হাজার ৬২৬টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭ দশমিক ১৩।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন হেমন্ত কুমার সেন ও জীতেন্দ্রনাথ বর্মন।
নিয়ম অনুযায়ী নির্বাচনের প্রদত্ত মোট ৯২ হাজার ৯৩০টি ভোটের মধ্যে ১৫ শতাংশ হারে এই ২ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ১৩ হাজার ৯৩৯ টি ভোট পেতে হতো। কিন্তু হেমন্ত কুমার সেন তালা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ২৮৮ টি ভোট এবং জীতেন্দ্রনাথ বর্মন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৫৮টি ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এ পদে ৯২ হাজার ৯৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৮৭ হাজার ৭১৪ টি এবং বাতিলকৃত ভোট ৫ হাজার ২১৬ টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭ দশমিক ১৩।