আয়নাল হক রৌমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা
রৌমারী ব্রম্মপুত্র নদে নিখোঁজের ১ দিন পর শাহআলম (১৮) নামের এক যুবকের লাশ ভেসে উঠার পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ডুবুরি দল। সোমবার ১৬ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে নৌকা ঘাটের দক্ষিণ পাশে ব্রম্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ধনারচর চরের গ্রামের আব্দুর রহমাননের ছেলে শাহআলম।
স্থানীয়রা জানায়, গত ১৫ সেপ্টেম্বর রবিবার ব্রম্মপুত্র নদের ওপারে থেকে মামাতো ভাই সাজিন (১৯)সহ গোসলের পর সাঁতার কেটে এপারে আসার সময় মাঝ পথে এসে হাঁপিয়ে গেলে উভয়েই আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। নৌকার মাধ্যমে সাজিনকে বাঁচালেও শাহ আলম ডুবে নিখোঁজ হয়ে যায়। রৌমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবুরি খোঁজা খুজির শত চেষ্টার ফলেও সন্ধান পাওয়া যায় নি। পরের দিন সোমবার ডুবুরি দল সারাদিন খোঁজার পর শেষ বেলা সাড়ে ৩ টার দিকে অন্য এক যায়গায় লাশটি ভাসতে দেখা গেলে ডুবুরিদল লাশটি উদ্ধার করে।
এবিষয়ে শহিদুল ইসলাম লিডার কর্ত্তিমারী ফায়ার সার্ভিস বলেন, নিখোঁজের দিন ও পরের দিন খোঁজা খুজির এক পর্যায়ে বেলা সাড়ে ৩ টার দিকে লাশটি ভেসে উঠার পর আমরা উদ্ধার করে পরিবারের নিকট বুঝে দিয়েছি।