ঢাকাTuesday , 8 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভরা মৌসুমেও ইলিশের লাগামহীন দাম।

দেশ চ্যানেল
August 8, 2023 8:03 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। প্রচুর ইলিশ ধরা পড়ায় মুখে হাসি ফুটেছে জেলেদের। ইলিশ ধরাকে কেন্দ্র করে জমে সরগরম আড়ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পত্রিকাগুলোতে এমন সংবাদ হরহামেশাই দেখা যাচ্ছে। আর এসব খরবে জিভে জল চলে আসে অনেকের। কিন্তু বাজারে গেলেই বাধে বিপত্তি। কারন মেহেন্দিগঞ্জ বাজারে ইলিশের সরবরাহ কম। একইসাথে দামও বেশি।গতবছরের তুলনায় এবার ইলিশের সরবরাহ অর্ধেকেরও কম।

মেহেন্দিগঞ্জ বাজারে বড় সাইজের ইলিশ মাছ একেবারে দুস্প্রাপ্য। মাঝারী ও ছোট পাওয়া যাচ্ছে তার দামও লাগাম ছাড়া। অনেক ক্রেতা বেশি দাম দেখে ফিরে যাচ্ছেন।

এছাড়াও বাজারে অন্যান্য মাছের দামও বেশি।ফলে ইচ্ছে থাকা সত্বেও ইলিশ না কিনে ফিরতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। মেহেন্দিগঞ্জ পাতারহাট বাজারে আসা মোঃ দেলোয়ার হোসেন জানান, বাজারে ইলিশের তেমন দেখা মিলছে না। দামও লাগামহীন।

পাতারহাট বাজারের মৎস্য ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, পাইকারী আড়তে তেমন মাছ আসছে না এবং নদীতে তেমন মাছ ধরা পড়ছে না।ফলে লোকালয়ে মাছ আসছে কম। এছাড়াও কয়েকদিন নিম্নচাপ রয়েছে তারও একটি প্রভাব পড়েছে। আশা করছি খুব শিগগিরই মাছের দাম বিশেষ করে ইলিশের সরবরাহ বাড়বে এবং দামও কমবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST