ঢাকাMonday , 21 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গা টু কুয়াকাটা মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন।

দেশ চ্যানেল
April 21, 2025 1:14 pm
Link Copied!

বরিশাল প্রতিনিধি

ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন ও চীন প্রতিষ্ঠিত হাসপাতাল বরিশালে বিভাগে নির্মাণের দাবিতে বাকেরগঞ্জে ‌মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার, সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত মহাসড়ক ৬লেন পাশ হলেও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রকল্পটি বাতিল করে। যেটি অত্যন্ত দুঃখজনক। দক্ষিণাঞ্চলে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠান নেই। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি অবিলম্বে ভাঙ্গা টু কুয়াকাটা পর্যটন কেন্দ্র পর্যন্ত ৬লেন রাস্তা প্রশস্ত করুন এবং চীন প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে নির্মাণ করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান। অন্যথায় তারা এ দাবিতে বৃহত্তর আন্দোলন সংগ্রামসহ দক্ষিণাঞ্চল অবরুদ্ধ করার হুশিয়ারি দেন।

মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST