জেলাপ্রতিনিধিঃমো আছিফ মল্লিক
পিরোজপুরের ভান্ডারিয়ায় সড়কের পাশে জন্ম নেয়া মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতককে বরিশালের আগৈলঝাড়া ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে নবজাতককে অ্যাম্বুলেন্সে করে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে পাঠানো হয়। গতকাল রবিবার ভান্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর সেতু সংলগ্ন সড়কের পাশে ওই নবজাতকদের জন্ম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থ্যানীয়রা ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে নবজাতক শিশুটির বাবা কে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না । প্রসূতি নারী ও সদ্যজাত ওই শিশুটির জন্মদাতাকে উৎঘাটন করতে পারেনি এলাকাবাসি ।
জানাগেছে, গত কয়েক মাস ধরে নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন ওই নারী ভান্ডারিয়া শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আসছিলেন। গত রবিার সকালে তার হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরে ভারসাম্যহীন নারী সড়কের পাশে চিৎকার করে শুয়ে পড়েন । এসময় একটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার ডাঃ কামাল হোসেন জানান, জন্মের পর প্রসূতি ও নবজাতকে হাসপাতালে ভর্তির পর যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, মানসিক ভারসাম্যহীন নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছে এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই নবজাতককে বরিশালের আগৈলঝাড়া ছোটমনি নিবাসে লালন পালনের জন্য পাঠানো হয়েছে। শিশুটির নিরাপদ জীবনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হবে।