শামীম রেজাঃ আলমডাঙ্গা উপজেলা
২০০৪ সালের ২১ শে আগষ্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য নারকীয় জঘণ্য ও বর্বরোচিত গ্রেনডে হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ, জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, গতকাল বিকাল ৪ টার দিকে ভালাইপুর মোড় কাঁচা বাজারে সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়কে যেয়ে শেষ হয়, প্রতিবাদ সমাবেশ শুরুতেই শহীদদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়, সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়,
সভাপতিত্বে করেন চিংলা ইউনিয়ন কৃষক লীগে আব্দুল রশিদ এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ ভালাই পুর মোড় দোকান মালিক সমিতি সিনিয়ার সহ সভাপতি, কৃষক লীগের নেতা মাছুম, সাবেক ভালাইপুর মোড় দোকান মালিক সমিতি সভাপতি আমির মিয়া,সাবেক মেম্বর সিতাপ, গাংনী কৃষক লীগে সভাপতি আলতাপ হোসেন, শিয়ালমারী কৃষক লীগ প্রচার সম্পাদক মন্টু, জহুরুল ইসলাম, কৃষক লীগের নেতা ইকলাছ হোসেন,সুমন, শলোক, সেলিম ,আশাদুল,ইমান,খোকন,প্রমুখ