ভেড়ামারা প্রতিনিধি
১৯৫২’র ভাষা আন্দোলন ও ২৪ শের জুলাই বিপ্লবের গণঅভ্যুত্থানে ছাত্র জনতা সহ জানারা নির্মমভাবে শহীদ হয়েছেন সেই সকল শহীদদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নতুন অগ্রযাত্রাকে সামনে নিয়ে এবং দেশ চ্যানেলের স্লোগান ‘সত্যর পথে প্রতিদিন’, প্রতিপাদ্যকে সামনে রেখে সকল পাঠক ও বিজ্ঞাপন দাতা সহ যারা সমাজের ঘটে যাওয়া ন্যয় নীতি ও অনাকাঙ্ক্ষিত যে সকল ঘটনা প্রতিনিয়ত নিরালস পরিশ্রম করে এবং জীবনের ঝুঁকি নিয়ে দেশের ৬৪ টি জেলা থেকে একেবারে প্রত্যান্তঞ্চল পর্যন্ত এক ঝাঁক তরুণ ও বিজ্ঞ সাংবাদিকগণ দেশ চ্যানেলকে পদযাত্রার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য সকল ধরনের তথ্য দেশ চ্যানেলে তুলে ধরার মাধ্যমে দেশ চ্যানেলকে পরিচিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে কুষ্টিয়া ভেড়ামারায় হাজী নান্না বিরিয়ানি হাউজ এর কনফারেন্স রুমে আজ বেলা ১২ টার দিকে অনলাইন জগতের বহুল প্রচারিত জনপ্রিয় প্রতিষ্ঠান দেশ চ্যানেল এর চতুর্থ বর্ষ পালিত হয়।
দেশ চ্যানেল’র সম্পাদক তুহিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা অনলাইন ক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা তিনি বলেন জনপ্রিয় গণমাধ্যম দেশ চ্যানেল এর ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য আলোকপাত করে বলেন সাংবাদিকতা মহান পেশা। সাংবাদিকদের কে জাতির বিবেক বলা হয়। সমাজের আয়না বলা হয়। কিন্তু কতিপয় ব্যক্তি সামান্য কিছু টাকার লোভে রাজনৈতিক নেতাকর্মীদের, আমলাদের তৈল মর্দন এবং দালাল, মাদক, চাঁদাবাজ, ফিটিংস পার্টি, দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে পবিত্র পেশাকে কলুষিত করে সাংবাদিকতা শিল্প কে বিতর্কিত করে চলেছে। তাদের কাছে অনুরোধ সত্য প্রকাশ করুন, মানুষের কল্যাণে ও দেশের স্বার্থে কাজ করুন। জনগণের অভিশাপ না নিয়ে দোয়া নিন। মনে রাখবেন সারা জীবন আমরা বেঁচে রইবো না। এসেছি খালি হাতে, যেতে হবেও খালি হাতে। কি হবে এতকিছু করে।
এসময় আরো বক্তব্য রাখেন দেশ চ্যানেলের প্রকাশক ও সম্পাদক মোঃ তুহিন হোসেন তিনি বলেন আপনাদের দোয়া ও ভালোবাসায় জনপ্রিয়তা পেয়েছে দেশ চ্যানেল তিনি আরো বলেন সাংবাদিকতার কোন দল নেই সুস্থ ধারা সাংবাদিকতা করতে হবে সত্যকে সত্য মিথ্যা কে মিথ্যা বলে সত্য তুলে ধরতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল আলিম, জনবাণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওয়লিউর ইসলাম ওলি, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি প্রদীপ সরকার , সাংবাদিক আজিজুল হাকিম, কালের কন্ঠ প্রতিনিধি বুলবুল আহমেদ, সাংবাদিক মাহমুদুল হক চন্দন, ইয়ামিন সাংবাদিক জাকির হোসেন মিথুন, সোহান, রাকিব, উজ্জ্বল, টিটু, রাজু, কানন, সুমনসহ স্হানীয় সাংবাদিক বৃন্দ।