বিপ্লব সাহা খুলনা ব্যুরো
ফ্যাসিবাদী হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন খুলনার অন্যতম প্রভাবশালী আর এক ফ্যাসিবাদী নেতা তালুকদার আব্দুল খালেক খুলনাকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে আধিপত্য বিস্তার করে গিলে খেয়েছে অসংখ্য প্রকল্পের নামে শত শত কোটি টাকা বিনা ভোটে প্রশাসন ও দলীয় কর্মীদের প্রভাবে লোক দেখানো ভোট অনুষ্ঠিত করে বিপুল ভোটের মাধ্যমে জয় দেখিয়ে দখল করেছে খুলনা সিটি কর্পোরেশনের ক্ষমতার মসনদ। এসব কথা বলেছেন কেসিসি’র মেয়র প্রার্থী বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরো বলেন ‘মেয়র হতে নয়, মামলা করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। মেয়র হওয়া বড় নয়, আদালতে এই জালিয়াতি প্রমাণিত হোক, জালিয়াতির ফল বাতিল হোক-এটাই মূল চাওয়া। আদালত যদি আমাকে মেয়র ঘোষণা করে মন্ত্রণালয় সে অনুযায়ী পদক্ষেপ নিবে।
আজ রবিবার আদালত প্রাঙ্গণে উপস্থিত থেকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে ২০১৮ সালে অনুষ্ঠিত চতুর্থ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফলাফল বাতিল ও বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে বিজয়ী ঘোষণার দাবি জানিয়ে দায়ের করা মামলার শুনানি ছিল আজ। কিন্তু আজও উল্লেখিত মামলার বিবাদি পক্ষ আদালতে উপস্থিত হননি। মামলার শুনানির পর এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত দেননি আদালত।
এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২০১৮ সালের ১৫ মে কেসিসির চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হন। কারচুপির অভিযোগে ফল বর্জন করেছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় ২০১৮ সালের ১১ জুলাই ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন মঞ্জু। প্রায় ৭ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের সমন জারির মধ্য দিয়ে মামলাটির কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে কেসিসির চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হয়েছে। ২০২৩ সালের ১২ জুন কেসিসির পঞ্চম নির্বাচনেও বিজয়ী হন তালুকদার আবদুল খালেক। গতবছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৯ আগস্ট কেসিসির মেয়র এবং ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এদিকে পরিষদের মেয়াদ শেষ হওয়ায় মামলায় বিজয়ী হলেও মেয়রের দায়িত্ব পাওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা তা সত্ত্বেও আইনি লড়াইয়ের মাধ্যমে বাস্তবতাটা উদঘাটন করে বিগত সরকারের একক আধিপত্য ও একনায়কতন্ত্রের মূল ধারার নৈতিকতাস্খলনের দৃষ্টান্ত স্বরূপ এই মামলা করেছি।