মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃসাজ্জাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন-স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল উপজেলা সদরে অবস্থিত আম্বর রেস্টুরেন্টে মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করা হয়।অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে আম্বর রেস্টুরেন্টে তা প্রমাণ মিলে।মেয়াদোত্তীর্ণ খাবার থাকার অভিযোগে আম্বর রেস্টুরেন্টের ম্যানেজার অনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন-অভিযান কালে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন বেকারির পণ্য জনসম্মুখে ফেলে দেওয়া হয়।আরো অভিযান চালিয়ে মনির ফার্মেসিকে ১ হাজার টাকা ও জোবায়ের ফার্মেসিকে ১ হাজার টাকা করে এবং ঢাকা কাবাবের মালিক সাইফুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন-ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নিয়ম লঙ্ঘনের দায়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।যেসব খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা স্বাস্থ্যবিধি ও নিয়মনীতি লঙ্ঘন করছে,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের অভিযান নিয়মিত চলবে।