জেলা প্রতিনিধি নড়াইল
নেতার প্রতি নিখাদ ভালোবাসা যে টাকার বিনিময়ে কেনা যায় না, তারই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল নড়াইলে। নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেছেন তার সমর্থকরা।
জানা গেছে, নড়াইলের মেয়ে শিরিন সুলতানার নেতৃত্বে এ অনশন কর্মসূচি শুরু হয়। প্রথমে একজন সমর্থক অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন সমর্থক সেখানে যোগ দেন। এতে করে শহীদ মিনার এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ছে।
সমর্থকদের দাবি, মনিরুল ইসলাম নিজেও জানতেন না যে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে এভাবে অনশন কর্মসূচিতে নামবেন তার অনুসারীরা। তারা বলেন, এটি কোনো টাকার বিনিময়ে সংগঠিত কর্মসূচি নয়, বরং নেতার প্রতি ভালোবাসা ও আস্থার বহিঃপ্রকাশ।
স্থানীয়রা মনে করছেন, অনশন কর্মসূচি যদি সকাল পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে শহীদ মিনার এলাকা জনসমুদ্রে পরিণত হতে পারে।
তবে দুঃখজনক হলেও সত্য, অনশন কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত জেলা বিএনপি কিংবা জেলা মহিলা দলের কোনো নেতাকে সেখানে উপস্থিত হতে দেখা যায়নি—এ নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।
পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নজরে রাখা হচ্ছে বলে জানা গেছে।

