ঢাকাThursday , 30 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মনোনয়ন জমাদানকালে অস্ত্রের মহড়া-পাঁট ও বস্ত্রমন্ত্রীকে তলব

দেশ চ্যানেল
November 30, 2023 3:39 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী পাঁট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে(বীর বিক্রম)তলব করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।শুক্রবার(১লা ডিসেম্বর)সকাল ১০টায় কারণ দর্শাতে বলা হয়েছে নৌকার প্রার্থী পাঁট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে(বীর বিক্রম)।বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দপ্তরের পেশকার- ইবনে সাউদ।ইবনে সাউদ বলেন-গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সসস্ত্র কর্মী ও ব্যাপক সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম)যাহা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অংশ।পেশকার সাউদ আরো বলেন-নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি-৮এর(খ) এবং ১১এর( ঘ)ধারা মোতাবেক নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ সংশ্লিষ্ট গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম)অর্থাৎ নৌকার প্রার্থীর কাছে পাঠানো হয়েছে।এতে শুক্রবার তাকে(গোলাম দস্তগীর গাজী)নিজে উপস্থিত হয়ে কারন দর্শানোর কথা বলা হয়েছে।এদিকে বুধবার(২৯ শে নভেম্বর)প্রদর্শিত অস্ত্রটি রূপগঞ্জ থানা পুলিশ জব্দ করেছেন।পরে লাইসেন্স বাতিলের জন্যে আবেদন করেছেন পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ।উল্লেখ‌্যঃকয়েকশ নেতা-কর্মীর মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি‌লেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম)।মনোনয়ন জমাদান কালে (সময়)তার কর্মী-সমর্থকদের মিছিলে ১ ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম) নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)আসনে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা থেকে মনোনয়ন পেয়েছেন।তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।প্রত্যক্ষদর্শীদের সূএে জানাযায়-বুধবার দুপুরে গোলাম দস্তগীর গাজীর(বীর বিক্রম)সমর্থনে মুড়াপাড়া এলাকা হতে উপজেলা পরিষদ ভবন অভিমুখে কয়েকশ নেতা-কর্মীদের মিছিল বের হয়।এই মিছিলের একটি অংশকে নেতৃত্ব দেন উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি।মনোনয়ন জমা দান কালে মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে তার কাঁধে শটগান ঝুলিয়ে ঘুরতে দেখা যায়।খোঁজ নিয়ে জানা যায়-অস্ত্রধারী ঐ ব্যক্তি গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী।তার সাথে যোগাযোগ করা হলে গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে বলেন-অস্ত্রধারী ঐ ব্যক্তির নাম মোঃ জামান মিয়া।জামান মিয়া তাঁর ব্যক্তিগত দেহরক্ষী।শটগানটি জামানের নামে লাইসেন্স করা আছে।আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এর ২৫ এর(ক)অনুযায়ী কোন ব্যক্তি স্বীয় লাইসেন্সে এন্টিকৃত অস্ত্র আত্মরক্ষার নিমিত্তে নিজে বহন বা ব্যবহার করতে পারবেন।তবে অন্যেকে ভয়-ভীতি বা বিরক্তি হয় এমনভাবে অস্ত্র প্রদর্শন করতে পারবে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন-শুধু নির্বাচন চলাকালীন সময় কেন,কোন সময়ই লাইসেন্সধারী ব্যক্তি তার অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করতে পারবেন না।এই ধরনের নীতিমালা নির্বাচনী আচরণবহির্ভূত।আমরা এই ঘটনা শুনেছি।তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ কেউ এখন পর্যন্ত করেনি।অস্ত্রের ব্যাপারে সংশ্লিষ্ট থানা-পুলিশ ব্যবস্থা গ্রহণ করে থাকে।নারায়ণগঞ্জ-১(রুপগঞ্জ)আসনটিতে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম) মনোনয়নপত্র জমা দেওয়ার সময়,নির্বাচনী এলাকায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল বের করেছেন।গোলাম দস্তগীর গাজী(বীর বিক্রম)মনোনয়নপত্র দাখিল করাকালীন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বহু নেতাকর্মী সঙ্গে ছিলেন।যাহা নির্বাচনের আচরণবিধি বহির্ভূত বলে গন্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST