মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
মহালছড়ি জোন’র আওতাধীন বিজিতলা মাস্টার পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে মহালছড়ি সেনা জোন।
২৬ জুলাই শনিবার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত ২৯৮ জন (বাঙালি ৮১ জন এবং পাহাড়ি ২১৭ জন) স্থানীয় রোগীদের মাঝে (স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগের জন্য) এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন মেজর তাসমিয়া, গাইনী, (৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স), ক্যাপ্টেন অতনু বিশ্বাস, আরএমও, মহালছড়ি জোন), ক্যাপ্টেন তাসমিয়া শাফিক, এমও, (৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স), ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার, এমও, (৫ ফিল্ড অ্যাম্বুল্যান্স)।