ঢাকাFriday , 29 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বসত ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

দেশ চ্যানেল
December 29, 2023 1:15 pm
Link Copied!

মশিউর মিলন, পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার কনকদিয়া ইউপির ৫নং ওয়ার্ডের হোগলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তোভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারি দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছিলো। এতে বাঁধা দেন স্থানীয় রিপন হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রিপনকে মারধর করে মাদক কারবারিরা। আহত রিপন বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে রাতে রিপনের বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এসময়ে রিপনের স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়ে আহত হয়। এর আগে মৃত্যুর হুমকি ও সম্পদ নষ্ট করার হুমকি উল্লেখ করে গত ২৬ডিসেম্বর রিপন হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রিপন হাওলাদারের স্ত্রী রাবেয়া বেগম বলেন, মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় গতকাল বিকেলে সবুজ, আনোয়ার ও বাচ্চু আমার স্বামীকে মারধর করে। সে (রিপন) অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে রাত সাড়ে ৮টার দিকে সবুজ, আনোয়ার ও বাচ্চুর নেতৃত্বে ৮/১০ জন লোক সন্ত্রাসী কায়দায় আমার বসত ঘরে হামলা চালায়। এসময়ে তারা আমাকে ও আমার মেয়েকে মেরে স্টীলের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্নের চেইন নিয়ে যায়।
অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
এবিষয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার বলেন, আমি যতটুকু জানি রিপন ও বাচ্চুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ আছে। সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমি এবং স্থানীয় আরেক ব্যক্তি শালিস করে দেই। রিপন শালিন মানেনি এবং বাচ্চুকে জমি বুঝিয়ে দেয়নি। এটা নিয়ে সমস্যা হতে পারে।
এবিষয়ে বগা তদন্ত কেন্দ্রের এসআই বাদল কৃষ্ণ বলেন, খবর পেয়ে আমরা গতকাল রাতেই ঘটনাস্থল পরদির্শন করে রিপন হাওলাদারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST