ঢাকাTuesday , 3 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মাদক ব্যবসায়ীর হাতে মাদক ব্যবসায়ী খুন।

    দেশ চ্যানেল
    December 3, 2024 5:06 pm
    Link Copied!

    মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের মাদক ব্যবসায়ী শাহজাহানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী ইমরান,বিজয়,সাকিবসহ আরো ৮/১০জন মিলে কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে হত্যা করেছে।গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর এলাকায় পাওনা টাকা দিবে বলে নিজ বাড়ি থেকে শেষ বিকালে ডেকে নিয়ে যায় মাদক ব্যবসায়ী ইমরান ও বিজয়,পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে ফেলে রেখে যায়।দেখতে পেয়ে স্থানীয় লোকজনেরা রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়।পরে শাহজাহান চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে মারা যায়।খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।নিহত শাহজাহান উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আল ইসলাম মিয়ার ছেলে।নিহত শাহজাহানের মা রিনা বেগম জানান-উপজেলার পিরোজপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল হক পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে শাহজাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পাওনা টাকা নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলছিল।গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তাদের বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে কোরবানপুর এলাকায় রাসেলের নেতৃত্বে কমল হক,বিজয় ও ইমরানসহ আরো ৮/১০ জনের একটি দল তাকে ছুরিঘাত করে হাতের ও পায়ের রগ কেটে আহত করে।দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়ে দেয়।পরে আহত শাহজাহানকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিবীড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে)ভর্তি করে।গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহজাহান।

    নিহতের বাবা আল ইসলাম বলেন-কয়েক বছর আগে পুলিশের কাছে তাদের(প্রতিপক্ষের)অপকর্মের স্বাক্ষী দেওয়ার কারনে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে রগ কেটে হত্যা করেছে।তার ছেলে শাহজাহানের আরিয়ান নামের এক শিশু সন্তান রয়েছে।প্রায় দেড় বছর পূর্বে নিহতের স্ত্রী মারা যায়।এখন ছোট শিশুটি বাবা-মা হারা এতিম হলো।এ হত্যাকান্ডের বিচার দাবি করেন শাহজাহানের বাবা।মঙ্গলবার বিকেলে নিজ এলাকা দুধঘাটা গ্রামে নিহতের জানাজা হয়।সোনারগাঁও থানার ওসি আব্দুল মোহাম্মদ বারী বলেন,পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাত করেছে।চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST