মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাদারগঞ্জ উপজেলা শাখার আগামী দ্বি-বার্ষিক সম্মেলন এ সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান।
শনিবার বিকালে মাদারগঞ্জ থানামোড়ে সংক্ষিপ্ত এক সভার মাধ্যমে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিজে সাধারণ সম্পাদক এর প্রার্থীতা ঘোষণা করেন।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেছ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি।
এ সময় উপজেলা,পৌর,ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলকে মিষ্টিমুখ করানো হয়।