মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমতি মাদারগঞ্জ উপজেলা শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বালিজুড়ী বাজারস্থ শিক্ষক সমিতির নিজস্ব স্থানে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি রাখাল চন্দ্র সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষক সমিতি’র উপদেষ্টা বাবু জীবন কৃষ্ণ সাহা, মাদারগঞ্জ পৌরসভার মেয়র ও শিক্ষক সমিতি’র উপদেষ্টা মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, জামালপুর জেলা প্রাথমিক শিক্ষক সমতি’র সভাপতি মোঃ হাবিবুল্লাহ প্রমূখ। এ ছাড়াও মাদারগঞ্জ শিক্ষক সমিতি’র নব গঠিত কমিটির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহানশাহ( নির্বাহী সভাপতি), ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফরিদা ইয়াসমিন মিনা , সিদ্দিকুর রহমান ও মনোয়ার হোসেন মানিক, নির্বাহী সম্পাদক মাহমুদুল হক মামুন, সহকারী শিক্ষক ওমর ফারুক পলাশ, আব্দুল্ল্যাহ আল আমিন,জাকারিয়া সাঈদ পলাশ প্রমূখ । উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি’র সকল সদস্যবৃন্দ। পরিচিতি সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।