মোঃকামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ১২ দিনে ২১ ডেঙ্গু রোগী ভর্তি, বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার ১০০ শয্যা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে গিয়ে জানা যায় বর্তমানে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১২ দিনে ২১জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল । বর্তমানে দুইজন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। ১৭ জুলাই-২,বিশ জুলাই-১, একুশে জুলাই-১, চব্বিশ জুলাই ২, ২৭ শে জুলাই ২ জন, ২৮ জুলাই-১,২৯ জুলাই-১,ত্রিশ জুলাই ১, ৩১ জুলাই-৬, পহেলা আগস্ট ১, ৩ আগস্ট-২ ও ৪ আগস্ট ১ জন। চিকিৎসাধীন রয়েছে উপজেলার আমরীতলার খোরশেদ (৩২) ও পলাশ (২৭)। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্স ইনচার্জ রোজিনা বেগম জানান গত ১২ দিনে মোট ভর্তি ছিল ২১ জন, ১৮ জন চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে। আলতাফ হোসেন (৫০) নামে ১ জনকে জামালপুরে রেফার্ড করা হয়েছে এবং বাকী ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারা সুস্থ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয় জানান ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং আমি নিয়মিত মনিটরিং করছি। আশা করি চিকিৎসাধীন ২ জন সুস্থ্য হয়ে যাবে ইনশাআল্লাহ।