ঢাকাSaturday , 21 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে আধুনিক ধান চাষে কলাকৌশল ও তেল ফসলের আবাদ বৃদ্ধিতে উঠান বৈঠক 

দেশ চ্যানেল
October 21, 2023 9:59 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

আধুনিক ধান চাষে কলাকৌশল ও তেল ফসলের আবাদ বৃদ্ধি’র  লক্ষে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালিজুড়ী পূর্ব পাড়ায় কৃষকদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে অধ্যক্ষ মুহাম্মদ গোলাম রব্বানী’র বাড়ী প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম ফাজিল ডিগ্রী মাদ্রাসা’র অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী।  এ সময় কৃষকদের মাঝে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা  নুর আহাম্মেদ সিদ্দিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা রিমা আক্তার প্রমূখ।  এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সহ ২০/২৫ জন কৃষক উপস্থিত ছিলেন৷ বৈঠকের সভাপতি  অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ গোলাম রব্বানী কৃষকদের উদ্দেশ্যে বলেন কৃষি বিষয়ে যে কোন পরামর্শ ও সহযোগিতার জন্য উপজেলা কৃষি অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আপনাদের পাশে থাকবে,  এলাকার কৃষকদের সুবিধার্থে  আমার বাড়ীর আঙ্গিনায় ঘরটি অফিস হিসাবে ব্যবহার করবেন এবং কৃষকদের নিয়ে বৈঠক করবেন এখানে।  কৃষকদের জন্য কৃষি যন্ত্র বা সরাঞ্জামাদি এখানে সংরক্ষিত থাকবে। বৈঠকে উপজেলা  কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম বলেন আধুনিক ধান চাষের কলাকৌশল ও তেল ফসলের আবাদ বৃদ্ধিতে চাষীদের করণীয় সম্পর্কে আমরা অবহিত করি। এবং কৃষকরা কৃষি বিষয়ে যে কোন পরামর্শ ও সহযোগিতা পাবে ইনশাআল্লাহ  ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST