মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
আসন্ন মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র পক্ষে বালিজুড়ী বাজারে কর্মীদের লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জনতার নেতা রায়হান রহমতুল্ল্যাহ রিমু’র পক্ষে বালিজুড়ী বাজারে লিফলেট বিতরণ করে কর্মীরা। ব্যবসায়ী,অটো,রিক্সা,ভ্যানসহ বিভিন্ন জানবাহন চালক ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বালিজুড়ী ইউনিয়ন আওয়ামীলের সদস্য মোস্তাক আহাম্মেদ মাদারগঞ্জ শহর যুবলীগের প্রচার সম্পাদক আবু রায়হান, মাদারগঞ্জ শহর যুবলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সাত্তার, মাদারগঞ্জ শহর ০৪ নং ওয়ার্ড় যুবলীগের সাধারণ সম্পাদক মাফি সরকার, মাদারগঞ্জ শহর ০৪ ওয়ার্ড় শ্রমীকলীগের সভাপতি ঘুটু মিয়া, আপন আহাম্মেদ মিশু, রাকিব,মাসুদ,নিয়ন, সহ সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরন করেন |