মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জহুরুল মেম্বারকে নৃশংস হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসী’র দাবীতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জোড়খালী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মাদারগঞ্জ উপজেলা চত্বরে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম খান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হক মাফু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আঃ হাই সরদার ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, ইউনিয়ন শ্রমিকলীগনেতা হুমায়ুন কবির ও গোলাম মোস্তফা মেম্বার প্রমূখ। বক্তারা গ্রেফতারকৃত আসামীদের ফাঁসী’র দাবী জানান।
উল্লেখ্য যে, গত ২২ জুলাই আনুমানিক রাত ১২ টায় জোড়খালী ইউনিয়নের সাবেক মেম্বার জহুরুল ইসলামকে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে পুলিশ ।