মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের যমুনা নদী ভাঙ্গন কবলিত পাকরুল এলাকার শতাধিক বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলিন হয়ে যায়। পাকরুল এলাকা রক্ষার্থে যমুনা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ ও মাটি টানার মাহিন্দ্রা গাড়ী বেপারোয়া চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার কোয়ালিকান্দি বাজারে মানববন্ধন ও র্যালী ১ নং চরপাকেরদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও জনসাধারণ।
এ সময় বক্তব্য রাখেন সাবেক চাকরিজীবী সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আশিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চরপাকেরদহ ইউনিয়ন প্রতিনিধি আরিফুল ইসলাম, স্থানীয় স্কুল শিক্ষক রুস্তম আলী ও রফিকুল ইসলাম, ইঞ্জিঃ কবির হোসেন প্রমূখ। বক্তারা যমুনা নদীর ভাঙ্গনের কবল থেকে পাকরুল এলাকা রক্ষার্থে দ্রুত বাধ নির্মান ও মাটি টানার মাহিন্দ্রা গাড়ী বেপরোয়া চলাচল বন্ধের দাবী জানান।