মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে আটককৃত আসামীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার মাদারগঞ্জ পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কামারপাড়া মোড় থেকে চর বওলা এলাকার মৃত ফেলু মন্ডলের ছেলে উপজেলা যুবলীগের সদস্য শফিক ইসলাম (শফিক মন্ডল) (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলী’র ছেলে উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল টিটু (৩৪) কে আটক করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে গত ২৪ অক্টোবর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০ । বিশেষ ক্ষমতা আইনে তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান নাশকতা মামলায় তদন্ত প্রকাশিত হিসেবে দুই যুবলীগ নেতা কে আটক করা হয়েছে এবং আটককৃতদের জামালপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।