ঢাকাThursday , 3 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ক্লাস বর্জন।

দেশ চ্যানেল
October 3, 2024 2:44 pm
Link Copied!

 মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের  শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় শত শত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাদারগঞ্জ টু সরিষাবাড়ি রোড়ে পলিশা মোড়ে অবস্থান নেয়। পরে বিক্ষোভ মিছিলটি বিদ্যালয় মাঠে এসে মানববন্ধন করে। মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেয় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলামের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী নূর মোহাম্মদ, মঞ্জিলা,মনিরা জাহান,ফারিনা,রাইহাতুন জান্নাত মাধুর্য প্রমূখ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মুক্তি দাবি করেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বললে তাঁরা কোন বক্তব্য দিতে রাজি হননি। মিথ্যা নাশকতা থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য যে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন এ মামলায় গত মঙ্গলবার রাতে  অভিযান চালিয়ে আদারভিটা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক,  পলিশা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি জামালপুর কারাগারে রয়েছেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST