মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে খাঁজা শাহ্ সূফী ইউনূস আলী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় হাসান ইকবাল (১৯) এর উপর চাঁদাবাজি’র মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার দুপুরে পৌরনীতি পরীক্ষা শেষে কলেজ প্রাঙ্গণ থেকে গোপালপুর জিয়াউল হক বাজার হয়ে কলেজ মাঠে এসে বিক্ষোভ মিছিল শেষ করে শিক্ষার্থীরা। এ সময় ২য় বর্ষের শিক্ষার্থী সাকিবুল,মহিউদ্দিন,শাহরিয়ার শুভ সহ শতাধিক শিক্ষার্থী “বন্ধু হৃদয় জেলে কেন জবাব চাই জবাব চাই” মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে করতে হবে” মুক্তি চাই মুক্তি চাই হৃদয় হাসানের মুক্তি চাই সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করে। গ্রেফতারকৃত শিক্ষার্থী হৃদয় হাসান ইকবাল দৈনিক সারা বাংলা পত্রিকার মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। উল্লেখ্য যে, গত ১০ ফেব্রুয়ারী/২০২৫ ইং তারিখে সাংবাদিক হৃদয় হাসানের নাম ও অজ্ঞাত/২ জনসহ ৫০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগে’ চাঁদাবাজি’র মামলা দায়ের করে মাদারগঞ্জ পৌর শহরের চাঁদপুর এলাকার সমবারুর ছেলে শিমুল মোল্লা (৩০), যার মামলা নং ০৬। গত মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃত হৃদয় হাসান কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
সাংবাদিক হৃদয় কে মিথ্যা মামলায় আটক করায় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় বইছে |