মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সরু সড়কে পরিবহন চলাচল বন্ধের দাবিতে আন্দোলন করেছে ইজিবাইক শ্রমিকরা। আজ শনিবার দুপুরে কালকিনি, সাহেবরামপুর, মোলার হাট সরু সড়কে সার্বিক, চন্দ্রা, মাদারীপুর ও বখতিয়ার পরিবহন চলাচল নিষিদ্ধের দাবিতে কালকিনি মজিদবাড়ি, ভূরঘাটা ইজিবাইক একতা শ্রমিক সংগঠনের ব্যানারে ভূরঘাটা বাজারের ঢাকা-বরিশাল মহাসড়কের ঘন্টাব্যাপি আন্দোলন করছেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটো শ্রমিক ফেডারেশনের কালকিনি শাখার সভাপতি, মোশারফ সরদার, সাধারণ সম্পাদক বাদশা শিকদার, সাংগঠনিক সম্পাদক সজল মুন্সি, কালকিনি মজিদ বাড়ি ভূরঘাটা ইজিবাইক একতা শ্রমিক সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার, সহ অন্যান্যরা।