মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ৭০কোটি টাকা ব্যয়ে চারটি অবকাঠামোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলার আধুনিক বাস টার্মিনাল, মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেট, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ভবনসহ অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ ও আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।
এ সময় মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপি, মাদারীপুর-৩ আসনের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি, মহিলা সংরক্ষিত আসনের সাংসদ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কালকিনি পৌরমেয়র এসএম হানিফ,মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, মাদারীপুর জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো মাসুদ আলমসহ জেলা উপজেলা প্রধান কর্মকর্তা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।