ঢাকাFriday , 1 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মাদারীপুরের ডাসারে অপহরনের ছয়দিন পার হলেও উদ্ধার হয়নি ৭ম শ্রেনীর ছাত্রী! থানা মামলা

দেশ চ্যানেল
December 1, 2023 3:51 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের ছয়দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে অপহৃতার মা বাদী হয়ে গোপাল বিশ্বাস ও সজিব বাড়ৈর বিরুদ্ধে ডাসার থানায় অপহরন মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো গত ২৫ নভেম্বর সন্ধ্যা আনুঃ ৭টা ৩০মিনিটে প্রাইভেট পড়ে আসার পথে কালীবাড়ি মন্দির নামক স্থান থেকে পূর্ব পরিচিত উত্তর শশিকর গ্রামের গুরুচাদ বিশ্বাস এর ছেলে গোপাল বিশ্বাস(১৮) এবং একই গ্রামের স্বপন বাড়ৈ ছেলে সজিব বাড়ৈ অটো গাড়িতে তুলে নিয়ে যায়।

রাতেই ডাসার থানায় ছাত্রী মা বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের ছয় দিন পার হলেও আজও উদ্ধার হয়নি ওই সপ্তম শ্রেণির ছাত্রী। এতে চরম দুশ্চিন্তায় কাটছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের।
মামলার বাদি অপহৃত ছাত্রীর মা বলেন,আমার মেয়ের বয়স মাত্র ১২ বছর। গোপাল বিশ্বাস অনেক দিন থেকে আমার মেয়ের পিছনে লাগছে, স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই ওকে জালাতন করত। ওই দিন প্রাইভেট পড়ে আসার পথে ওকে একা পেয়ে জোর করে তুলে নিয়ে গেছে। জানি না এখন কি অবস্থায় আছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। পুলিশ আমার মেয়েকে খুজে দিতে পারল না।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, ছাত্রীর মা এ ঘটনায় একটি অপহরণ মামলা করেছে। আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি, আসা করি খুবই তারাতাড়ি উদ্ধার হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST