মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে বালু উত্তলনকারী অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে
(ভ্রাম্যমান আদালত) ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ।
সোমবার সকালে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পাওয়ার হাউজ ও ডাসার ইউনিয়নের আশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মালিক সাইদুল কবিরাজকে পাঁচ হাজার টাকা,আউয়াল শেখকে দুই হাজার টাকা জরিমানা ও ৫ টি পাইপ ধ্বংস করা হয়।
¯’ানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ডাসার উপজেলায় বিভিন্ন যায়গায় অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন দিয়ে বালু বিক্রয় করে আসছে বালু মহল। তারা কৃষি জমি ভরাট করছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে। উপজেলার বিভিন্ন সড়কে উপর দিয়ে পাইপ নিয়ে বড় বড় ভিট তৈরি করার কারনে অনেক দুঘর্টনা ঘটে।
অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় ডাসার ইউএনও কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সূধী মহল।
ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার বন্ধে অভিযান অব্যহত থাকবে।