সাব্বির আকাশ
মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক শোক র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসীম, সাবেক মেয়র বীর মুক্তিযো্রা শাহ মো. মুসলিম, বীরমুক্তিযো্রা সুকোমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, মোজাহিদ বিন ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাসেম, মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির প্রমুখ।
বাদ জোহর মিলাদ ও তোয়া মাহফিল শেষে পথচারী ও অসহায়দের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                