সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে বড় ভাইকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আপন সহোদর ছোট ভাই পলাশ।
পারিবারিক সুত্রে জানা যায় ,উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মানিক মিয়ার বড় সাইফুল ইসলাম সবুজ সৌদি আরব প্রবাসি।দীর্ঘদিন ধরে কিডনিতে সমস্যা দেখা দেওয়ায় ডায়ালাইসিস দিয়ে এতোদিন চিকিৎসা চলছিল।কিন্তু বর্তমানে তার বাবা মানিক মিয়ার চিকিৎসা ব্যয় মিটানো অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় পরিবার যখন সবুজকে নিয়ে বিপাকে পড়ে তখন ছোট ছেলে আতাউল ইসলাম পলাশ বড় ভাইকে কিডনি দিতে এগিয়ে আসেন।শনিবার (১২ আগষ্ট) সকালে ঢাকা বারডেম হাসপাতালে সফল অস্ত্রোপচার শেষে তারা দুই ভাই বর্তমানে চিকিৎসাধীন।এখন দুই সুস্থ আছেন।
সবুজের বাবা মানিক মিয়া চৌমুহনী ইউনিয়ন পরিষদে দফাদার হিসাবে কর্মরত রয়েছেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, অস্ত্রোপচার শেষে দুই ভাই ভালো আছেন।
কিন্তু আর্থিক সংকটে ভুগছে দেনাদার পিতা মানিক মিয়া। সমাজের বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
এদিকে গতকাল বড় ভাইকে ছোট ভাই কিডনি দানের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।বর্তমান সমাজে ভাই ভাইকে খুন,হানাহানি’র যুগে ভাই ভাইয়ের প্রতি এই ভ্রাতৃত্ববোধ সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে অনেকেই তাদের পোষ্টে ব্যক্ত করেন।