সাব্বির আকাশ হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,মাধবপুর থানা,প্রেসক্লাব,যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে কনফারেন্স রুমে শেখ কামাল এর উপর আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন,মুক্তিযোদ্ধা জারু মিয়া,রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম ,ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম,একাডেমিক সুপার ভাইজার রোকসানা পারভীন,সহকারী শিক্ষা কর্মকর্তা কবির আহমেদ ,যুব উন্নয়ন কর্মকর্তা কাইয়ুম আহমেদ ,তথ্যসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মিজানুর রহমান ,,শ্রমিকলীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল কে নিয়ে বিশদ ভাবে আলোচনা ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                