আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৮ কুড়িগ্রাম ৪ আসনে নৌকার মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২৯ নভেম্বর দুপুরের দিকে প্রতিমন্ত্রীর বাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে আ‘লীগের নৌকা প্রতীক মনোনীত প্রার্থী তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব হাসান পলাশ দলের সিদ্ধান্তে মনোনয়ন পান। এদিকে বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মনোনয়ন বঞ্চিত হন। এরই প্রতিবাদে দুই দিন থেকে প্রতিমন্ত্রীকে পূর্ন বিবেচনা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য ও মাটি ও মানুষের নেতা জাকির হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন প্রতিমন্ত্রীর আত্নীয় ও সর্মথকরা। হাজার হাজার সমর্থনের উপস্থিতে বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন, উপজেলা আ‘লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আকতার, আহসান বাবু, হোসনেয়ারা বিলকিছ আক্তার সহ আরও অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বক্তব্যে বলেন, পূর্ন বিবেচনা করে জাকির হোসেনকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।