জুলহাস উদ্দীন তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১অক্টোবর) সকাল ১০টায় তেঁতুলিয়ায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)এর হল রুমে অনুষ্ঠিত হয়। মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থা সভাপতি তেঁতুলিয়া উপজেলা শাখা আকবর আলী, সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মু.মাহমুদুল হাসান মাহমুদ চেয়ারম্যান মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঈসা মল্লিক,অতিঃমহাপরিচলক(সার্বিক),আশরাফুল ইসলাম সভাপতি তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাব, সোহরাব আলী সভাপতি তেঁতুলিয়া প্রেস ক্লাব।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা শাখা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার পরিচালনাক ইউসুব আলী,তেঁতুলিয়া উপজেলা শাখা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম,তেঁতুলিয়া উপজেলা শাখা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার শিক্ষা বিষয়ক সম্পাদক জামাল হোসেন ,তেঁতুলিয়া উপজেলা শাখা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সহ-সামাজিক বিরোধ নিষ্পতি জহিরুল হক,এরসাদুল হক প্রমুখ।
সভায় মানবাধিকার সাংবাদিকতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও তেঁতুলিয়া উপজেলা শাখা মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থানব নির্বাচিত কমিটির পরিচিতি ও সদস্যদের মধ্যে আইডি কার্ড প্রদান করেন।