মো:সাদ্দাম হোসেন ইকবাল,
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন যুবক মফিজুর রহমান (৩০) কে খুঁজে ফিরছে তার পরিবার। সে ঐ গ্রামের সিরাজুল ইসলাম এর ৩ ছেলের মধ্যে সবার ছোট। গত ২৪ নভেম্বর সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায় মফিজ। এরপর আর ফিরে আসেনি। বৃদ্ধা মা এবং বোন সেই থেকে রাস্তায় রাস্তায় তাকে খুঁজে বেড়াচ্ছে।
মফিজের বোন মোমেনা জানান, তার ভাই কাঠমিস্ত্রীর কাজ করতো। কয়েক বছর আগে তার মাথায় লাঠির আঘাত লাগে। এরপর থেকে তার মাথায় সমস্যা দেখা দেয়। গরীব পরিবার তাকে যতটুকু সম্ভব চিকিৎসা করানোর চেষ্টা করছিলো। এর মাঝেই সে হারিয়ে গিয়েছে। তাকে না পেয়ে বৃদ্ধ পিতা মাতাও অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আরও বলেন, আমার পিতা আগে কাশিপুর বাজারে নৈশপ্রহরীর কাজ করতো। এখন অসুস্থ হয়ে বাড়িতেই পড়ে আছে। আমি জুটমিলে কাজ করি। সপ্তাহ শেষে যে বেতন পাই তাই দিয়ে ছুটির দিনে বিভিন্ন জায়গায় ভাইকে খুঁজে বেড়াচ্ছি। যদি কেউ তাকে দেখে থাকেন তবে ০১৭৪৫১৬৯৩১২ (হাফিজুর) বা ইমো নং ০১৩১২২৬২০৬৪ এ ফোন দেয়ার অনুরোধ করেন।