মোঃ নূরুল ইসলাম, দৌলতপুর মানিকগঞ্জ, প্রতিনিধি:
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উৎসবমুখর পরিবেশে রেলি ও আলোচনা সভার মাধ্যে দিয়ে ১৭-১৯ সেপ্টেম্বর ৩ দিন ব্যাপি স্থানীয় সরকার দিবসের উন্নয়ন মেলা আজ থেকে শুরু হয়েছে।
গতকাল ১৭ই সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বএড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়। পরে এ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম রাজার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একেএম নাসির উদ্দিন আবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার।
এ সময় বক্তব্য উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: শাহ আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মোঃ ইরাজ উদ্দিন দেওয়ান,জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, বাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন ,খলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান,দৌলতপুর সরকারি পি এস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মোঃ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইমদাদুর রহমান তালুকদার।
মেলায় উপজেলা পরিষদের ন্যস্ত বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ বেশ কয়েকটি স্টল অংশ নেয়।
সাধারণ জনগণের জন্য যে সকল সেবা চালু রয়েছে সে সকল সেবার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া উক্ত স্টলসমূহের মাধ্যমে বিভিন্ন নাগরিক সেবা তাৎক্ষণিকভাবে জনসাধারণকে প্রদান করা হয় । তাছাড়া সেবা প্রদানের পদ্ধতি, বিগত সময়ে সরকারের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্টলে আগত দর্শনার্থীদের ধারণা দেয়া হচ্ছে।