মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জে নয় হাজার ৮২০টি নিষিদ্ধ অপিয়াম পপি (ফুল ও ফলযুক্ত) গাছসহ মো. নুরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ । ভুট্টাখেতের মাঝে লুকিয়ে আফিমের চাষ করছিলেন তিনি।
রবিবার(২৫শে ফেব্রুয়ারি ) দুপুরে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকার নুরুল ইসলামের ভোগ দখলীয় জমি হতে ৯,৮২০(নয় হাজার আটশত বিশ) টি অপিয়াম পপি গাছ (ফুল ও ফলযুক্ত) উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ৪৫ বছর বয়সী নুরুল ইসলাম একই এলাকার জাবেদ খানের ছেলে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম বলেন, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করে ৯ হাজার ৮২০টি নিষিদ্ধ পপি (ফুল ও ফলযুক্ত) গাছসহ নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল ইসলামের বিরুদ্ধে শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা হয়েছে।এছাড়াও উদ্ধার করা অপিয়াম পপি গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।