ঢাকাTuesday , 4 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন আতা।

    দেশ চ্যানেল
    February 4, 2025 5:56 pm
    Link Copied!

    মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

    অবমূল্যায়ন ও পকেট কমিটি দাবি করে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা ।

    মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। এর আগে, ১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৭ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

    সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝেড়ে আতাউর রহমান আতা বলেন, যিনি ছিলেন সভাপতি তিনিই এখন আহ্বায়ক। আমাকে ৩নং সদস্য সচিব করা হয়েছে, যা আমার জন্য হেয় কর। আমার উপরে যে ২ জন সদস্য হয়েছে তারা আমার চেয়ে বয়সে ছোট। মান-সম্মান নষ্ট করেতো আর রাজনীতি করতে পারবো না; এর জন্য আজ পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

    তারেক রহমানের নির্দেশে শুধু আমার নাম রাখা হয়েছে তাছাড়া সভাপতির লোকজন দিয়েই কমিটির অনুমোদন করা হয়েছে। দলের সবার চাইতে এখন আমি বয়োজ্যেষ্ঠ, নেতা যদি হই মান ইজ্জত নিয়েই হব । তাছাড়া এমন নেতা হওয়ার আমার দরকার নেই, দল করতে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছি,জেল-জুলুম খেটেছি। এখন অসম্মানিত হলে আমার কর্মীদের কাছে কি জবাব দিব?

    অভিযোগ করে আতা বলেন, নবগটিত কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার দীর্ঘ ১৫ বছর দেশের বাহিরে ছিলেন। ১৫ বছর পর তাকে দেশে এনে আহ্বায়ক কমিটির মেম্বার বানিয়ে দিল। অপর সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন তার বাড়ি শিবালয় উপজেলায় তার নেই নিজস্ব কোন কর্মী সমর্থক।

    আতা আরও বলেন, খন্দকার দেলোয়ার হোসেন তৎকালীন সময় যিনি দলকে বাঁচিয়ে রেখেছিলেন। তার ছেলে বাবলুকে কমিটিতে রাখা হলো না। বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত তাকেও কমিটিতে রাখা হলো না।

    আতা বলেন, ওনারা (আহবায়ক) অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তার লোকজনকে কমিটিতে নিয়েছেন। আমাকে পরিকল্পিতভাবে ৩নং সদস্য বানানো হয়েছে যাতে পরবর্তীতে সদস্যসচিব বানাতে আমি বাদে উপরের ২ জনকে বানাতে পারে।

    সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খানসহ প্রায় অর্ধ সহস্র নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST