মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মানিকগঞ্জের সদর উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ই নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা’র হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং জনসাধারণের মাঝে দলের ৩১ দফা কর্মসূচি প্রচারের উদ্দেশ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে মুন্নু ফ্যাব্রিক্স লিঃ এর এজিএম ও সাবেক ৮ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক পরামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আদম আলী, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক আব্দুল আলীম দেওয়দন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ওমর ফারুক প্রমুখ।
বক্তব্যে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে দেশের চলমান দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রহীন পরিবেশ থেকে মুক্তি পেতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আফরোজা খানম রিতা’র পক্ষে সর্বাত্মক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধ সহস্র নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

