ঢাকাWednesday , 28 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে তিন প্রতিবন্ধীর বাবাকে খুনের ঘটনায় গ্রেফতার:৭

    দেশ চ্যানেল
    February 28, 2024 2:16 pm
    Link Copied!

    মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৩ প্রতিবন্ধীর বাবা আব্দুল কুদ্দুস (৫২)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার মূল হোতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

    বুধবার(২৮শে ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয় ।

     

    গ্রেফতারকৃতরা হলো, সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে প্রধান আসামি কালাম (৪৫), ইউপি সদস্য গফুর (৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮) ও আবুল হোসেনের ছেলে আওয়াল(২৩)।

     

    অতিরিক্তি পুলিশ সুপার সুজন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার আটিপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে কালাম (৪৫),বর্তমান ইউপি সদস্য আঃ গফুর (৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২),কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর গ্রামের মৃত সামসুলের ছেলে মোখলেছ (৩৮), মৃত ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল (২৩) সহ মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ৯জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

     

    উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি সকালে দু’গ্রুপের আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’দফায় সংঘর্ষে আহত হন আব্দুল কুদ্দুস (৫২) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST