ঢাকাWednesday , 12 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে তিন বছরের শিশু ধর্ষণ; অভিযুক্ত কিশোর গ্রেফতার।

দেশ চ্যানেল
March 12, 2025 6:55 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে এসে ৩ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ।

জানা যায়, গত ৭ই মার্চ সন্ধ্যায় শিশুটি তার পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পান এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বিগ্ন শিশুটির পরিবার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান তারা।

মঙ্গলবার (১১ই মার্চ ) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “ তাদের বাড়ি টাঙ্গাইল জেলায় । মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে আসলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তার বয়স ১৪ বছর। সে এখন সদর থানা হেফাজতে আছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST