ঢাকাWednesday , 28 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ!

    দেশ চ্যানেল
    August 28, 2024 12:26 pm
    Link Copied!

    মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.

    মানিকগঞ্জ সদর উপজেলার ‘জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

    বুধবার (২৮শে আগস্ট) সকাল ১০ টা থেকে বিক্ষোভ শুরু করে তারা। তাদের সাথে অভিভাবক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন।এর আগে গত রোববার থেকে শুরু হয় বিক্ষোভ,তথা আজ তৃতীয় দিন।

    খবর পেয়ে বেলা দেড়টার দিকে বিদ্যালয়ের সভাপতি ও মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বিদ্যালয়ে যান। এসময় শিক্ষার্থীরা তার কাছে প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীরা দাবি করেন, প্রধান শিক্ষককে বহিষ্কার করা না হলে তারা ক্লাসে ফিরে যাবে না। তাদের এ দাবির সাথে একাত্বতা প্রকাশ করে অভিভাবকরাও তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেনা বলে জানান।বিদ্যালেয় শিক্ষকরাও নানান অভিযোগ করেন প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে।

    প্রধান শিক্ষককে বহিষ্কার করা না হলে তাদের শিক্ষা জীবন হুমকির মধ্যে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। তারা বলেন- ইতোমধ্যে প্রধান শিক্ষকের লোকজন শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে।

    শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্য শিক্ষকদের প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী বলেন, ‘কাউকে জোর করে পদত্যাগ করানো যাবে না মর্মে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। কাজেই আমি চাইলেই তাকে বহিষ্কার করতে পারি না। তবে তার বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ তদন্ত করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST