ঢাকাWednesday , 29 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচন ।

    Link Copied!

    মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ

    মানিকগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের ভোটগ্রহণ। এতে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার ১৭০টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

    আজ বুধবার (২৯শে মে) সকাল ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়,যা চলবে বিকেল ৪টা পর্যন্ত ।

    জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১১০টি, ভোট কক্ষ ৭৩৯টি, ভোটারসংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৮২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৯ ও ১ লক্ষ ৩৮ হাজার ২৬৪ জন নারী ভোটার রযেছেন। সাটুরিয়া উপজেলায় ইউনিয়ন ৯টি, ভোট কেন্দ্র ৬০টি, ভোট কক্ষ ৪৩৮টি, মোট ভোটার ১ লক্ষ ৫২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২৭৫ জন ও নারী ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ জন।

    জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটের পরিবেশ ঠিক রাখতে জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST