ঢাকাWednesday , 6 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মানিকছড়ি দারুল ইহসান মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান।

দেশ চ্যানেল
December 6, 2023 3:22 am
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়ি গুচ্ছগ্রামে দারুল ইহসান মাদরাসায় পুরস্কার বিতরণ, সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ ডিসেম্বর (মঙ্গলবার) মাদরাসার প্রাঙ্গণে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং সদর ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আতিউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী (সামু)।

ধর্মীয় আলোচনা করেন মুফতি রমিজুল করিম আন (নাছিরী),মাওলানা ক্বারী মোঃ ওসমান গণি, মাওলানা আব্দুর রহিম ফারুকী ও মাওলানা মোঃ আখতারুজ্জামান ফারুকী।

আলোচনায় বক্তারা বলেন কুরআন হচ্ছে ইসলামের পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা, মুসলিম জাতি হিসেবে সকলকে ইসলামিক আদর্শ ও ধর্মীয় নৈতিক শিক্ষা অর্জন করা উচিত,শিশুদের ধর্মীয় ও নৈতিক জ্ঞান অর্জনকে গুরুত্ব দিয়ে সকল শিশুদের মাদরাসায় পড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

তাছাড়া সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করার লক্ষে সকল অভিভাবককে সন্তানের প্রতি দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহবান জানান।

আলোচনা শেষে প্রতিযোগী অংশগ্রহন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন এবং হেফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা ফজলুল হক, সহকারী পরিচালক মাওলানা নুর মুহাম্মদ, তিনটহরী মহিলা মাদরাসার পরিচালক মুফতি মুনসুরুল হক, তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম, মানিকছড়ি দারুল আবরার মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইমাম হোসাইন ও দারুন নাজাত মাদরাসার পরিচালক হাফেজ শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত দোয়া মাহফিল ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST