মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি টাউন হলে ইসলাহুল উম্মা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স ও প্রবন্ধ প্রতিযোগীতা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬অক্টোবর(বৃহস্পতিবার) বাদে আসর থেকে মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ ও মাওলানা জমির উদ্দিনের যৌথ সন্চালনায় মানিকছড়ি দারুচ্ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি দারুসূন্নাহ্ হাফিজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা নুর মোহাম্মদ,তিনট্যহরি মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মোঃ মুনসুরুল হক,খাগড়াছড়ি ক্বওমী মাদ্রাসা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গনি ও মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল আল ফরাদী,আলোকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মোঃ নাছির উদ্দীন,মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নুরুল কবির,মডেল মসজিদের খতিব মাওলানা মোঃ আহমদুল হক,মাদ্রাসার ছাত্র,ইমাম খতিব,মুসল্লীসহ সর্বস্তরের ইসলাম প্রেমিক জনতাসহ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক কবি, লেখক গবেষক, দার্শনিক, মাওলানা মুছা আল হাফিজ পরিচালক সেন্টারফর ইসলামিক থট এন্ড স্ট্যাডিজ ডাকা,বিভিন্ন জায়গা থেকে আগত মাদরাসা পরিচালক,ইমাম খতিব, আমন্ত্রিত আলোচক আলেম ওলামাগন সিরাত সম্পর্কে গুরত্বপূর্ণ বয়ান পেশ করেন।