নিজস্ব প্রতিবেদকঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা মোছাঃ আয়েশা আক্তার( টিনা)এর বিরোদ্ধে ৪লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রতারণার মামলা করেছে গচ্ছাবিল মাদ্রাসার শিক্ষক মোঃ সালাউদ্দিন।
আয়েশা আক্তার গচ্চাবিল আদর্শ গ্রামের আব্দুর রহমানে মেয়ে। আসামি তার পারিবারিক সমস্যার কথা বলে বিশেষ প্রয়োজনের জন্য বাদী মোঃ সালাউদ্দীনের কাছ থেকে তার পরিবারসহ ৪ লাখ ৮০ হাজার টাকা প্রমাণস্বরূপ মানিকছড়ি শাখা সোনালী ব্যাংকের একটি চেক যার হিসাব নং ৫৪১৬৩০১০১২৮৬৯ প্রদান করে টাকা ধার নেয়,বাদী সাতক্ষীরা শাখায় সোনালী ব্যাংকে চেক উপস্থাপন করে টাকা উত্তলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত দেওয়া একাউন্টে টাকা নেই বলে ফেরত দেয়, তখন বাদী তাদেরকে টাকা নেই বলে অবগত করে এবং টাকা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে কিন্ত বিবাদী আয়শা আক্তার টাকা না দিয়ে আজ কাল দিবো বলে নানা বাহানার অযুহাত করছে ভুক্তভোগী সালাউদ্দিন টাকা না পেয়ে তাদেরকে আইনজীবের মাধ্যমে গত ২১/৫/২৪ইং লিগাল নোটিশ প্রদান করে, আয়শা নোটিশ এর জবাব না দিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে টাকা নেয় নাই বলে অস্বীকার করছে, এমন অবস্থায় বাদী নিরুপায় হয়ে সাতক্ষীরা জেলা দায়রা জর্জ আদালতে ৮নং বিজ্ঞ আমলী মামলা নং ১৮৮১- সংশোধিত ২০০৬ এর ১৩৮ ধারায় চলমান প্রক্রিয়া ও আদালতে চেক ডিজঅনার মামলা রুজু করে, আদালত তাদেরকে ৫মে২০২৪ইং তারিখ হাজিরা দিতে নির্দেশ দিলে তারা আদালতে হাজির না হয়ে পালিয়ে যায়,আইন অমান্য করার প্রেক্ষিতে আদালত গত ৮ আগষ্ট ২০২৪ইং তারিখ তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান জারি করেন।