মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল স্বপ্নচূড়া ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জের এক তরুণীর মৃত্যু হয়েছে।নিহতের নাম ফৌজিয়া আফরিন রিয়া(২২)।সে নারায়ণগঞ্জের পোশাক কারখানা রিয়া ফ্যাশনের মালিক কুরবান আলীর বড় মেয়ে।আফরিন রিয়া মালয়েশিয়ায় পড়াশোনা করতেন।কিছুদিন পূর্বে সে দেশে এসেছিলো।শনিবার (২ মার্চ) ফিরে যাওয়ার কথা ছিলো মালয়েশিয়ায়।
শুক্রবার(১লা মার্চ)সকাল ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)হাসপাতাল থেকে এসব মরদেহ হস্তান্তর করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মেয়েকে হারিয়ে আর্তনাদ করতে দেখা যায় রিয়ার শিল্পপতি বাবা কুরবান আলীকে। পাশে পরিবারের অন্য সদস্যদের কান্নার রোল যেন থামছেনা।স্বজনদের সূএে জানাযায়- কুরবান আলীর দুই মেয়ে।বড় মেয়ের নামে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন কুরবান আলী।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা ঢাকা জেলা প্রশাসনের তথ্য ও সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়-সকাল ১০টা পর্যন্ত ২৯টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এখন পর্যন্ত নিহত ৩৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।